নিউজ ডেস্ক:
রংপুরে আওয়ামী লীগের বিভাগীয় জনসভা আজ। বিকেল ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে জনসভার কার্যক্রম। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে বক্তব্য রাখবেন।
এদিকে জনসভা ঘিরে আজ সকাল ৯ টার পূর্বে থেকেই রংপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা জনসভায় স্থলে আসতে শুরু করেছেন। এরই মধ্যে মূল জনসভায়স্থল কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। শহর জুড়ে শুধু মিছিল আর মিছিল। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, মৎস্যজীবী লীগ ও তাঁতীলীগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনসভার স্থলে আসছেন।