আবর্জনা ক্রয়, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে রাউজান পৌর মেয়র

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
দুপুরে শিক্ষার্থীদের কাছ থেকে অপচনশীল আবর্জনা ক্রয়, বিকালে সড়ক ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন মডেল পৌরসভা গড়ার লক্ষ্যে পরিবেশবান্ধব কর্মসূচী পালন করেন তিনি। পৌর কর্তৃপক্ষ জানায়, দুপুরে রাউজান ব্যরিস্টার সুরেশ বিদ্যায়তনের শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বস্তা ২০০ টাকা করে ৫০ বস্তা অপচনশীল আবর্জনা সংগ্রহ করা হয়। এরপর রাউজান পৌরসভার জলিল নগর, মুন্সিরঘাটা, ফকিরহাট বাজারে অবৈধস্থাপনা উচ্ছেদ ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন মেয়র। মেয়রের উপস্থিতিতে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীসহ যারা আবর্জনা ফেলেছেন তারা নিজেরাই নিজেদের আবর্জনা কুড়িয়ে পৌরসভার নির্দিষ্ট ডাস্টবিনে রাখেন। এসময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনার সময় মেয়র’র সঙ্গে ছিলেন আওয়ামীলীগ নেতা নুরুল আলম রহিম, রাউজান উপজেলা যুবলীগ নেতা মো. রাশেদ, নুর আকাইদ সাজ্জাদ, পৌরছাত্রলীগ নেতা মো. আসিফ, সবুজ দে ভানু, মো. ইকবাল, তানভীর চৌধুরী, ব্যবসায়ী নেতা সাদিকুজ্জামান শফি প্রমূখ। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজানের সংসদ সদস্য, রাউজানবাসীর অভিভাবক পিংক, ক্লিন ও গ্রীণ রাউজানের স্বপ্নদষ্ট্রা এবিএম ফজলে করিম চৌধুরী মহোদয়ের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, অপচনশীল আর্জনা ক্রয় ও সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (সকাল ৬:৩৭)
  • ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১