নিউজ ডেস্ক;
বিএনপি-জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের ম্যারিয়টে একটি হোটেলের বলরুমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সার্বজনীন নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এমপি।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ডিজিটাল সুবিধা নিয়ে একটি দেশবিরোধী চক্র দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
এসময় যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলেও নেতাকর্মীদের আশ্বস্ত করেন সরকারপ্রধান।
ভোরের কাগজ