দেশ রূপান্তরের সাংবাদিক রানার পরিবার আপিল করলে রানা জামিনে মুক্তি পেতে পারেন

 

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : দৈনিক দেশ রূপান্তরের শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ডাদেশ নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন। মতবিনিময় সভায় ইউএনও উপস্থিত সাংবাদিকদের জানান সাংবাদিক রানার পরিবার দন্ডাদেশের বিরুদ্ধে আপিল করলে রানা জামিনে মুক্তি পেতে পারেন।

৯ মার্চ শনিবার রাতে ইউএনওর সরকারি বাসভবনে ওই মতবিনিময় সভা হয়।

রানার বাড়ি নকলা পৌরসভার বাজারদী মহল্লায়। তার পিতার নাম আলহাজ্ব লিয়াকত আলী। রানা বিবাহিত এবং ৩ ছেলে সন্তানের জনক।

সভায় ইউএনও সাংবাদিকদের জানান ৫ মার্চ মঙলবার বেলা সাড়ে এগারোটার দিকে আমি আমার অফিসে সার্বিক মনিটরিং কমিটির মিটিং করছিলাম। হঠাৎ বাহিরে হট্রগোলের শব্দ পাই। ওইসময় আমার অফিসের সিএ শিলা আক্তার এসে আমাকে জানয় রানা ভাই রুমে এসে ফাইল চাচ্ছে। তখন মিটিংএ উপস্থিত জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন সেখানে গিয়ে তাঁকে থামানোর চেষ্টা করেন। তখন হট্রগোল আরও বেড়ে গেলে আমি সহকারি কমিনার (ভূমি) শিহাবুল আরিফকে হট্রগোল থামাতে ডেকে পাঠাই। তিনি রানাকে নিভৃত করার চেষ্টা করেন। পরে সেখানে গিয়ে রানার সাথে কথা বলেন মিটিং উপস্থিত বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর। রানা তাঁর সাথেও খারাপ আচরণ করেন এবং তাঁকে ধাক্কা দেন। আমরা রানাকে ৩০ মিনিট সময় দিয়েছি সে যেন চলে যায়। কিন্তু সে চলে না যাওয়ায় একটা বিশৃঙ্খলা পরিস্থিতি শান্ত করতে তাৎক্ষণিক আমরা রানার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়েছি। পুলিশ ডেকে সহকারি কমিশনার শিহাবুল আরিফের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আমরা রানাকে ১৮৮ ও ৫০৯ ধারায় অভিযুক্ত করে ৬ মাসের দন্ডাদেশ দিয়ে তাঁকে জেলহাজতে পাঠিয়েছি।

ইউএনও সাদিয়া উম্মুল বানিন বলেন এজন্য রানার পরিবার জেলা ম্যাজিস্ট্রেট বরাবর জামিনের আবেদন করতে পারেন এবং রানা জামিনে মুক্তি পেতে পারেন।

রানা জাইকার ৫০ লাখ টাকার প্রকল্প নিয়ে তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে আবেদন করেছেন। আমার হাতে আরও প্রায় ২০ দিনের মত সময় আছে। এটা নিয়ে এখনই এত হট্রগোলের কি আছে।

সভায় সময় টিভির স্টাফ রিপোর্টার শহীদুল ইসলাম হীরার এক প্রশ্নের জবাবে ইউএনও সাদিয়া উম্মুল বানিন বলেন যেখানে ঘটনা ঘটেছে সেটি সিসি টিভির আওতাভুক্ত নয়। তাই ঘটনার ভিডিও ফুটেজ দেওয়া সম্ভব নয়।

রানার স্ত্রী বন্যা আক্তারের অভিযোগ ৫ মার্চ মঙলবার রানা তাঁর ছেলে শাহরিয়ার জাহান মাহিনকে (১৫) সঙ্গে নিয়ে এডিপি প্রকল্পের কম্পিউটার ও ল্যাপটপ ক্রয়সংক্রান্ত তথ্য চেয়ে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের কার্যালয়ে আবেদন জমা দেন। আবেদনটি কার্যালয়ের গোপনীয় শাখার কর্মচারী (সিএ) শীলার কাছে জমা দিয়ে রিসিভড কপি চান রানা। শীলা তাঁকে অপেক্ষা করতে বলেন। রানা অনেক্ষণ অপেক্ষা করার পর আবর শীলার কাছে রিসিভড কপি চান। তখন শীলা বলেন ইউএনও ছাড়া রিসিভড কপি দেওয়া যাবেনা। পরে রানা মোবাইল ফোনে বিষয়টি জেলা প্রশাসককে জানান। এতে ইউএনও ক্ষিপ্ত হন। একপর্যায়ে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউএনও ও সিএ শীলার সাথে অসদাচরণের অভিযোগে রানাকে গ্রেপ্তার করে। পরে ইউএনও’র নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ ওই কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রানাকে ৬ মাসের কারাদন্ডাদেশ দেন।

এব্যাপারে ফোনে কথা বলার চেষ্টা করণে জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন ও বীর মুক্তযোদ্ধা আবুল মুনসুর কোন মন্তব্য করতে রাজি হননি।

সভায় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মেরাজ উদ্দিন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শহীদুল ইসলাম হীরা, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি শাকিল মুরাদ, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি নাঈম ইসলাম, নিউজ বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি শাহরিয়ার শাকিল, প্রেসক্লার নালিতাবাড়ির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও কার্যকরী সদস্য মঞ্জুরুল আহসান, স্থানীয় সাংবাদিক দৈনিক জাহান প্রতিনিধি ফুয়াদ হোসেন, আজকের পত্রিকা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ, বিজয় টিভি প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মোশারফ হোসাইন, যায়যায়দিন প্রতিনিধি শফিউল আলম লাভলু, অপরাধ তথ্যচিত্র প্রতিনিধি আরিফুর রহমান, আশ্রয় প্রতিদিন প্রতিনিধি জিয়াউল আলম, জনবানী প্রতিনিধি আইনুল নাঈম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে তথ্য কমিশনের নির্দেশে একজন কমিশনারের নেতৃত্বে একটি তদন্তকারীদল আজ ১০ মার্চ রবিবার ঘটনাটি তদন্ত শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বার্তা প্রেরক
জাহাঙ্গীর হোসেন
শেরপুর।
০১৭১৬৩১১৬৭৫
১০/০৩/২০২৪

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ১০:১৪)
  • ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১