নন্দীগ্রামের বাজারে উঠতে শুরু করেছে রসালো ফল লিচু

নন্দীগ্রাম প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামের বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করেছে রসালো ফল লিচু। গত কয়েকদিন ধরে মৌসুমি সুস্বাদু এ ফল পাওয়া যাচ্ছে উপজেলার বিভিন্ন হাট-বাজারে। সাধারণত লিচু-আমসহ হরেক রকমের রসালো ফল পাওয়া যায় জ্যৈষ্ঠ মাসে। তবে বাজারে চাহিদা থাকায় ও বেশি লাভের আশায় পরিপক্ক হওয়ার আগেই ব্যবসায়ীরা এগুলো বাজারে নিয়ে এসেছে।

রাজশাহী ও দিনাজপুরের পরিপুষ্ট রসালো সুস্বাদু লিচু বাজারে আসতে আরো ১০-১২ দিন সময় লাগবে বলে জানান ব্যবসায়ীরা। এখন বাজারে যে লিচু এসেছে সেগুলো অপরিপক্ক ও আকারে ছোট। এতে রস কিছু মিললেও স্বাদ তেমন ভালো নয়।বাজারে লিচু কিনতে আসা আব্দুল মজিদ বলেন, বাজারে মৌসুমি সুস্বাদু রসালো ফল লিচু পাওয়া যাচ্ছে।

নতুন ফল এসেছে, তাই ৫০টি ১০০ টাকা দিয়ে কিনলাম। তবে লিচুগুলো এখনও পরিপক্ক হয়নি। এজন্য লিচু তেমন মিষ্টি না। শুধুমাত্র মৌসুমি ফলের স্বাদ নিতেই লিচু কেনা।লিচু ব্যবসায়ী জিয়াউর রহমান জানান, আমরা এই লিচুগুলো যশোর ও নাটোরের নাজিরপুর থেকে কিনে এনেছি। মৌসুমের শুরু হলেও বাজারে লিচুর দাম তুলনামূলক ভাবে বেশি না। লিচু বিক্রি করছি ১০০ টি ২০০ টাকায়। লিচুর এই জাতের নাম মোজাফফর।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সকাল ৯:৩৩)
  • ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০