পলাশে শিক্ষক-সুপারভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশে গ্রাম বিকাশ সহায়ক সংস্থার বাস্তবায়নে ও নরসিংদী জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে ১২ দিনব্যাপী শিক্ষক-সুপারভাইজারদের এক বুনিয়াদী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বুনিয়াদী প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এসময় জিবিএসএস এর নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রত্নার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও গ্রাম বিকাশ সহায়ক সংস্থার চেয়ারম্যান সাজেদা বানু, উপজেলা কৃষি অফিসার আবু নাদির এসএ সিদ্দিকী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিলরুবা ইয়াসমিন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসরিন আক্তার।

গ্রাম বিকাশ সহায়ক সংস্থার সদস্য মো. এমরান হোসেনের সঞ্চালনায় বুনিয়াদী প্রশিক্ষণে উপজেলার ৩৫ জন শিক্ষক- শিক্ষিকা ও ৩ জন সুপারভাইজার অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (রাত ২:৪৪)
  • ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১