কবিতা: অপরুপা প্রিয়া – নিউটন অধিকারী

সেযে প্রভাতের অপরুপা কিশোরী
সাজের বেলার শিবের গৌরি
রজনিতে সাম্যের রাধিকা
কে তুমি ভিনদেশী কন্যাঁ
আমার হৃদয়ে
কড়া নেড়ে যাও বার বার
সেযে কবির রাঁজ্যে
তুমি সেই অপরুপা প্রিয়া

রুপে গুনে রানী সেযে
মায়াবী কন্যাঁ,

রুপার পায়েল পরে
খালি পায়ে হাটবে তাই
রাতের শিশির কনা
জমা হয়েছে ঘাসে,
বৃষ্টি ভেজা দুটি নয়ন যেনো
আমার কথা বলে
তাহারি বদনে যেনো
চাঁদের আঁলো নামে
তারর লাজুক হাঁসিতে যেনো
কতো কিজে লেখা
সেযে কবির রাঁজ্যে
সেই তুমি অপরুপা প্রিয়া

হয়নি পথ চলা
পাশা পাশি দুজনার,
রাখিনি তাহারি হাত
আমার এ হাতে,
চোঁখে চোঁখে হয়নি কথা
পলকে পলকে
তবু কখন যে কেড়ে নিলো
কবির এ হৃদয়,
আর কিছু জিবনে
চাওয়া নেই কভু
যদি তার সে হৃদয়
এহিদয়ে দেয় জুরে,
সেযে কবির রাঁজ্যে
সেই তুমি অপরুপা প্রিয়া

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ৪:৫৭)
  • ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১