রাউজান প্রতিনিধি:
রাউজানের চিকদাইরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও খাজা গরীবে নেওয়াজ (রা:) এর ফাতেহা উপলক্ষে আজিমুশশান সুন্নী সম্মেলন ও খাজা আজমিরী (রা:) সুন্নিয়া মাদ্রাসা হেফজখান- এতিমখানার বার্ষিক সালানা জলসা ও দস্তারে ফজিলত অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সারাদিন ব্যাপী চিকদাইর খাজা আজমিরী (রহ:) সুন্নিয়া মাদ্রাসা ও খাজা আজমিরী স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন আঞ্জুমানে রজভীয়া নুরীয়া ট্রাস্টের চেয়ারম্যান হযরতুলহাজ্ব আল্লামা আবুল কাশেম নুরী (মা.জি.আ.)।প্রধান অতিথি ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রাক্তন পরিচালক মোহাম্মদ আলমগীর পারভেজ।বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, টি কে গ্রুপের ডিরেক্টর আলহাজ্ব মোহাম্মদ মোফাচ্ছেল হক,উপজেলা সমাজসেবা অফিসার মনিরুল ইসলাম,মোরশেদুল আলম তালুকদার, আলহাজ্ব খাজা মাহবুবুল আলম।মাওলানা জামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন হযরতুলহাজ্ব আল্লামা আবুল হাসান মোহাম্মদ ওমাইর রেজভী,বিশেষ বক্তা ছিলেন আল্লামা ওমর ফারুক নঈমী।এতে কাজী মাওলানা হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী, কাজী মাওলানা ফজলুল কাদের চৌধুরী, মাওলানা ইউসুফ আলী আল কাদেরী, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, মাওলানা মোদাচ্ছের হায়দার মেম্বার,কাজী মোহাম্মদ জিয়াউর রহমান মেম্বারসহ অশংসখ্য আলেম-উলামা ও গণমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।