রায়পুরায় সবজির হাটে ট্রাক চাপায় ৪ জন নি’হত

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় সবজির হাটে ট্রাকের চাপায় চারজন নি’হত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও পাঁচজন। আজ রবিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকার কৃষক সিদ্দিক মিয়া (৫৫), রামনগর এলাকার সিদ্দিক মিয়া (৬২) ও অটোরিকশার যাত্রী বেলাবর পোড়াদিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আবুল কালাম। নি’হত আরও একজনের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে রায়পুরার মির্জাপুর ইউনিয়নের মেশিনঘর এলাকায় সিএনজি চালিত একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক অটোরিকশাটি ধাক্কা দিয়ে সবজির হাটে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী ও হাটে আসা এক পথচারী নি’হত হয়। এসময় আহত হন আরও পাঁচজন। আহতদের মধ্যে ঢাকা নেওয়ার পথে একজনের মৃ’ত্যু হয়।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (দুপুর ১২:১৩)
  • ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১