লিও ক্লাব অব ভৈরব এরিস্ট্রোক্রেটএর কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদকঃ

আন্তজার্তিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব ঢাকা এরিস্ট্রোক্রেট এর স্পন্সরকৃত লিও ক্লাব অব ভৈরব এরিস্টোক্রেট এর ২০২২- ২০২৩ সেবাবর্ষের নব-গঠিত কমিটিতে লিও শিফা ইস্তেগার জিনিয়া চার্টাড প্রেসিডেন্ট, লিও গোলাম মোহাম্মদ সাবাব কে চার্টাড সেক্রেটারি ঘোষণা করে ২৬ সদস্যের কমিটি অনুমোদন দেন। লিও ক্লাব এডভাইসর ,ও পি ডি জি লায়ন হেলেন আকতার নাসরিন পিএমজেএফ।কমিটি অন্যান্য সদস্য রা হলেন ভাইস প্রেসিডেন্ট লিও সাজ্জাদ হোসেন জয়েন্ট সেক্রেটারি বিপ্ররা দে, জয়েন্ট সেক্রেটারি লিও রিফাত আদনান,
,জয়েন্ট সেক্রেটারি লিও শামীম আহমেদ , জয়েন্ট সেক্রেটারি লিও রিফাত মোস্তাকিম চার্টাড ট্রেজারার লিও গোলাম মোহাম্মদ সাওকি জয়েন্ট ট্রেজারার, লিও শাটিল খান , জয়েন্ট ট্রেজারার লিও সাইম আহমেদ, টেইল টুইস্টার লিও শামসুল হক মামুন, জয়েন্ট টেইল টু স্টার লিও আজহারুল ইসলাম, লিও কেয়ার নাজমুল হোসেন, জয়েন্ট টেমার লিও মারুফ হাসান,আইটি সাপোর্ট কো অর্ডিনেটর লিও আনিসুল হক, সিস্টার কো অর্ডিনেটর লিও মনি রাণী দেব, জয়েন্ট সিস্টার কো অর্ডিনেটর লিও নিশাত সুর্বণা,কালচারাল অ্যাক্টিভিটিস কো অর্ডিনেটর লিও আরিফ মাহমুদ, প্রেস এন্ড পাবলিকেশন লিও নাঈম মিয়া,পাবলিক এন্ড রিলেশন অফিসার লিও আবু ইউসুফ, এবং মেম্বার লিও আদনান আহমেদ, লিও জিয়াউল হক, লিও নাঈম আহমেদ, লিও সোহেল হোসেন, লিও জাহেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (সকাল ৭:৫৭)
  • ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাবান, ১৪৪৪ হিজরি
  • ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১