হাইমচরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে মুসলিম,হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান মিলে এ বাংলাদেশ …… শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

 

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি ধর্ম যার যার উৎসব সবার। তিনি আরো বলেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাম্বলী এ বাংলাদেশ। আর সকল ধর্মের মানুষ এক সাথে বাস করায় আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে। শেখ হাসিনা সরকারের আমলে সকল সম্প্রদায়ের মানুষ এক হয়ে বাস করছে বলে এ দেশ এগিয়ে যাচ্ছে।

সোমবার (৩ রা অক্টোবর) সন্ধ্যায় তিনি এসব পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি ডাঃ দীপু মনি এমপি হাইমচর উপজেলা তেলি মোড় শ্রী শ্রী জগন্নাথ মন্দির রায়ের বাজার দেওয়ান মন্দির, চরভৈরবী ইউনিয়ন পূজা মন্ডপ, পূর্ণব্রম্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাুরের আশ্রম, শ্রীশ্রীদুর্গাশরণম
পরিদর্শন করেন এবং পরিদর্শনকৃত পূজা মন্ডপ কমিটির সাথে মতবিনিময় করেন। পূজা সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপন করার ক্ষেত্রে পূজারীদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর মেয়র এডভোকেট জিল্লুর রহমান জুয়েল, জেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক মাহফুজুর রহমান টুটুল, হাইমচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, সহ- সভাপতি এম বাশার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, প্রচার সম্পাদক মুনসুর পাটোয়ারী, হাইমচর প্রেসক্লাবের সভাপতি খুরশিদ আলম, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাস্টার, উত্তর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী, দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহম্মেদ আলী দেওয়ান, হাইমচর উপজেলা যুবলীগের সদস্য হাজী ইসলাম আখন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহব্বায়ক জহিরুল ইসলাম সোহেল পাটোয়ারী, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, ছাত্রলীগের আহ্বায়ক রাজু পাটোয়ারী সহ হাইমচর উপজেলা বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ১২:৩৭)
  • ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০