রাউজানে ২২তম বিশাল জশনে ঈদে মিলাদুন্নবীর জুলুস অনুষ্ঠিত

 

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাউজান হলদিয়া-ডাবুয়া উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও ২২তম জশনে জুলুস অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টা উত্তর সর্তা দরগাহ্ বাজার থেকে জশনে জুলুস শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এয়াছিননগর জানিপাথর জামে মসজিদের মাঠে আলোচনা, মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।সকালে ।জাতীয় পতাকা ও কালেমা, দরুদ সম্ভলিত ব্যানার ফেস্টুন নেড়ে নেড়ে হালকায়ে জিকির ও নাতে মোস্তফার প্রকম্পিত আওয়াজে আগাতে থাকে জুলুসের র‌্যালি।নারায়ে তাকবির, আল্লাহু আকবর, নারায়ে রেছালত এয়া রাসুলুল্লাহ (স.), নারায়ে গাউছ, এয়া গাউছুল আযম দস্তগীর, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী (স.) স্লোগানে স্লোগানে মূখরিত ছিল সমগ্র এলাকা।রাস্তার দাড়ে শত-শত মানুষ এমনকি পর্দার আড়াল বিভিন্ন বাড়ী, মহল্লা ও বিল্ডিং এর ছাদ থেকে মা-বোনরা জুলুসকে স্বাগত জানান। স্কুল,কলেজ মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুস সহ কয়েক হাজার আশেকে রাসুল জুলুসে যোগদান করে নবী প্রেমের বহিঃপ্রকাশ ঘটায়।মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি, গাউছিয়া কমিটিসহ বিভিন্ন ত্বরিকত সংগঠনের পক্ষ থেকে রাস্তার মোড়ে মোড়ে দেওয়া হয় শরবত বণ কলা পাউরুটি সহ খাদ্য সামগ্রী।এ বিশাল জুলুসের নেতৃত্ব ও সভাপতিত্ব করেন পীরে ত্বরিকত আলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ আহছান হাবিব (মা.জি.আ)।সচিব আলহাজ্ব মাহবুবুল আলমের সঞ্চালনায় মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের এমপি এবি এম ফজলে করিম চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য সৈয়দ মুহাম্মদ আলী আকবর তৈয়বী।বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরী, আওয়ামীলীগ নেতা এস এম বাবর,আল্লামা সাইদুল আলম খাকী,আলহাজ্ব আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী,অধ্যক্ষ হাফেজ আবু তৈয়ব ফারুকী,আল্লামা ইদ্রিছ আনসারী,আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, আল্লামা মনসুর উদ্দিন নিজামি, মাওলানা তসলিম উদ্দিন ভান্ডারী,মাওলানা সৈয়দ তৈয়বুর রহমান,মাওলানা নাসির উদ্দিন, সাংবাদিক এম বেলাল উদ্দিন।
উপস্থিত ছিলেন মুহাম্মদ আলী মেম্বার,শাহাজান মেম্বার,মেম্বার ফিরোজ,মেম্বার তহিদুল আনোয়ার, গিয়াস মেম্বার, ফোরখান চৌধুরী, যুবলীগ নেতা মোঃ মনসুর,হাসান মুরাদ রাজু,তসলিম উদ্দিন,সাইফুল ইসলাম,মাওলানা বাহাউদ্দিন মুহাম্মদ ওমর, মাওলানা জাফর আলম নুরী, আলহাজ্ব সোলায়মান চৌধুরী, সৈয়দ মুহাম্মদ লুৎফুর রহমান, সৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা আহমদ হোসেন রেযভী, মাওলানা নাসির উদ্দিন,মাওলানা জিয়াউল্লাহ, মোঃ মমতাজ,মাওলানা ছালামত রেযা কাদেরী, প্রবাসী মাওলানা সালাউদ্দিন,মাওলানা আব্দুল মাবুদ,মাওলানা জিলহাজ্ব,মাওলানা ইকবাল, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা তাজ মুহাম্মদ রেজভী, মাওলানা মোজাম্মেল হোসাইন, মুহাম্মদ জাবেদ, মাওলানা ওসমান গণী কাদেরী, মাওলানা জোনায়েদ,নাজিম উদ্দিন ভান্ডারী প্রমুখ।
এতে মিলাদ কিয়াম পরিবেশন করেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন। আখেরী মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (বিকাল ৪:৪৮)
  • ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১