রোটারী জেলা-৩২৮২ এর ২০২২-২৩ রোটাবর্ষের গভর্নর রোটারিয়ান রুহেলা খান চৌধুরী আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) ৩ দিনের সফরে চাঁদপুর আসছেন। তিনি আজ বিকেলে হাজীগঞ্জ রোটারী ক্লাব পরিদর্শন করবেন। এসময় তিনি ক্লাবের বিভিন্ন প্রকল্প পরিদর্শন, ক্লাব এসেম্বলী, এক্সক্লুসিভ মিটিং ও সমাবেশে বক্তব্য রাখবেন। রাতে চাঁদপুর শহরের গ্রান্ড হিলসা হোটেলে রাত্রিযাপন করবেন।
এছাড়া কাল শুক্রবার (৭ অক্টোবর) সকালে রোটারী গভর্নর চাঁদপুর হিলসা সিটি রোটারী ক্লাব ও বিকেলে চাঁদপুর রোটারী ক্লাব এবং পরদিন শনিবার (৮ অক্টোবর) চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব ও মতলব রোটারী ক্লাব পরিদর্শন করবেন।