ঠাকুরগাঁওয়ে বিএনপির শোক রেলি অনুষ্ঠিত

জয় মহন্ত অলক : বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আব্দুর রহিম, নূরে আলম, যুবনেতা শাওন প্রধান, যুবনেতা শহিদুল ইসলাম শাওন ও আব্দুল আলিম এর স্মরণে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে শোক রেলি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ -সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পায়গম আলী, কোষাধক্ষ্য শরিফুল ইসলাম শরীফ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, জেলা যুবদলের সভাপতি আবুনুর চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা মহিলা দলের সভাপতি ফরহাতুন নাহার প্যারিস, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মোঃ নুরুজ্জামান নুরু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম লিটন, সদর উপজেলা মোটর শ্রমিক দলের আহবায়ক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রদল সভাপতি কায়েস, পৌর ছাত্রদলের আহবায়ক রিপন ইসলাম বাবুসহ অন্যান্যরা।
জেলা বিএনপির সভাপতি বলেন এই অবৈধ সরকারের ইশারায় দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের উপর অতর্কিতভাবে হামলা চালাচ্ছেন।
এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র এই চলমান আন্দোলনে আমাদের অনেক নেতা কর্মীকে হত্যা করেছে।
সামনে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে এই অবৈধ সরকারকে হাটাতে হবে সেই সাথে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
রেলিতে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার ও নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (সকাল ৭:৩৪)
  • ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি
  • ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১