শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ রাউজান পৌরসভায় বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা গণপাঠাগার ও ছাদ বাগান উদ্বোধন করা হয়েছে। গতকাল ১১ অক্টোবর দুপুরে পৃথক দুইটি অনুষ্ঠানে এসব উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে তিনি বলেছেন, রাউজান পৌরসভার এই নতুন পাঠাগারটি আমাকে অভিভূত করেছে। আশাকরি পৌর নাগরিকগণ এই পাঠাগারে এসে বাংলাদেশসহ বিশ্বের ইতিহাস জানতে পারবেন। নতুন প্রজন্মের ছেলে মেয়েরা বাংলাদেশসহ বিশ্বকে চিনতে ও বুঝতে পারবে। রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা কাজী আব্দুল ওহাব, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, ওসি আবদুল্লাহ আল হারুন, পৌর কাউন্সিলর আলহাজ্ব বশির উদ্দিন খান, এডভোকেট সমীর দাশ গুপ্ত, কাজী ইকবাল, আলমগীর আলী, জানে আলম জনি, শওকত হাসান, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, নাছিমা আক্তার, জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুর নেছা, যু্বলীগ নেতা সারজু মোঃ নাছের,শওকত হোসেন, জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন পিবলু প্রমুখ।