চাঁদপুর ‘হরিনা নৌ পুলিশের অভিযানে ৭ জেলে গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক ঃনিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরায় ৭ জেলেকে গ্রেফতার করেছে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। একই সময় ১টি মাছ ধরার নৌকা ও ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করেন হরিণাঘাট ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাবুল বালা।

গ্রেফতার জেলেরা হলেন-মো. বিল্লাল হোসেন, লিটন বন্দুকশি, আক্তার হোসেন, শরীফ দেওয়ান, সাগর চৌকিদার, জলিল পাটওয়ারী ও বাচ্চু মীর।

এসআই বাবুল বালা এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে। গ্রেফতারকৃত জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দেয়া হয়েছে এবং আদালতে প্রেরণ করা হবে।

জাতীয় সম্পদ ইলিশের প্রজনন রক্ষায় নৌ-পুলিশ আগামী ২৮ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত রাখবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ১১:১৯)
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০