রাউজানে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা

 

 

রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

মানবতা বিরোধী অপরাধে মৃত্যু দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী প্রকাশ সাকা চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী বিএনপির মহা সমাবেশে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও যুদ্ধাপরাধী পিতাকে শহীদ সম্বোধন করে ক্ষমা চেয়ে বাড়ী ডুকতে হবে বলে হুক্কার করার প্রতিবাদে রাউজানে প্রতিবাদ সভা করেছেন রাউজান মুক্তিযোদ্ধ সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার নেতৃবৃন্দরা। গতকাল ২২ অক্টোবর শনিবার রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা মুক্তিযোদ্ধ সাংসদ কমান্ডার আবু জাফর চৌধুরী। বক্তব্য রাখেন রাউজান হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা রেজাউল করিম, মুক্তিযোদ্ধ কানু চন্দ্র সরকার, ফণি ভূষণ বিশ্বাস, মুক্তিযোদ্ধা দুলা মিয়া, কুদ্দুস ম্স্টার, সুনিল চক্রবর্তী, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, বাদল চন্দ্র দাশ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি মোসলেহ উদ্দিন কাউচার, সাধারণ সম্পাদক সত্য রঞ্জন দাশ, সদস্য আবু সালেহ সুমন, বকুল বড়–য়া, রুবেল পালিত, খোরশেদ আলম প্রমুথ। মুক্তিযোদ্ধ সাংসদ কমান্ডার আবু জাফর চৌধুরী বলেন, গত ১২ অক্টোবর চট্টগ্রাম নগরীর পালোগ্রাউন্ড মাঠে বিএনপির মহা সমাবেশে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের ঔদ্ধতাপূর্ণ বক্তব্য মুক্তিযোদ্ধাদের অসম্মান করার সাহস দেখিয়েছেন। সেই ভুলে গিয়েছে তার পিতা মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত। চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে শহীদ উল্লেখ করে ও আওয়ামী লীগের নেতা কর্মীদের শহীদের কবরে গিয়ে ক্ষমা প্রার্থনা করার আহবান হুম্মামের পাগলে প্রলাপ ছাড়া কিছুই নয়। সেই ধর্মীয় উস্কানী দিয়ে বিএনপিকে সন্ত্রাসী ও জঙ্গি দল হিসাবে আবারো প্রমান করেছে। বক্তারা হুম্মান কাদেরকে গ্রেফতার পূর্বক শাস্তির আওলতায় আনার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ২:৩৪)
  • ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১