শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ রাউজানে শিক্ষক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষকদের মনে রাখতে হবে যারা আজকের শিক্ষার্থী তারাই আগামীতে নেতৃত্ব দেবে দেশ ও সমাজের। এসব শিক্ষার্থীদের জ্ঞানি গুণি ও নৈতিক চরিত্রের অধিকারী করে এগিয়ে দিতে শিক্ষকদের ভুমিকা রাখতে হবে অন্তরিকতার সাথে। গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এই সভার আগে তিনি উপজেলা চত্তর থেকে বের করা শিক্ষক, শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালীতে অংশগ্রহন করেন। এরপর তিনি উপজেলা অডিটরিয়মে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার। নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলম ও নাসরিন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সহকারি কমিশনার ভুমি রিদোয়ানুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম.পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি কাঞ্চন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক জাকের হেসেন মাষ্টার, রাউজান আর আর এসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ প্রমুখ। এর আগে প্রধান অতিথি রাউজানের শতাধিক কৃষকের সাথে মতবিনিময় সভা করেছেন। এ মতবিনিময় সভায় তিনি কৃষকদের অনাবাদী জমিতে চাষাবাদের আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এমরান হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, পৌর কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরী, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন সহ সংশ্লিষ্ট কৃষি অফিসের কর্মকর্তারা।