করোনার কারনে কমেছে স্বর্নের দাম

নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাস বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে নাজুক করে তুলেছে। ভোক্তা চাহিদা কমার সঙ্গে সঙ্গে বাজারের সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় স্বর্ণের দামও ওঠানামা করছে। সবশেষ হিসাব বলছে, চলতি সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে প্রায় ৩ দশমিক ৯ শতাংশ।
বৈশ্বিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, গতকাল শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম ৪৪ দশমিক ৪০ মার্কিন ডলার বা ২.৬ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬৮৩ ডলারে নেমেছে; যা ২ মের পর সর্বনিম্ন। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪২ হাজার ৯৬১ টাকা। চলতি সপ্তাহজুড়েই স্বর্ণের দাম কমতির দিকে।
বিশ্ববাজারে শুধু স্বর্ণের দর এক ধাক্কায় ৪ শতাংশ কমেনি, এর পাশাপাশি রুপার দামও কমেছে ৫ দশমিক ৫ শতাংশ। এছাড়া স্বর্ণের দাম কমেছে ভারতেও। শুক্রবার দেশটিতে ১০ গ্রাম স্বর্ণের দাম ৪৬ হাজার ৩৫০ রুপিতে নেমে যায়। এদিন দর প্রায় ১ শতাংশ কমেছে।
তবে সাধারণত যেকোনো মন্দার সময় স্বর্ণের দাম বাড়তে দেখা যায়। কারণ বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ কিনে মজুদ করেন। অর্থনীতি যখন চাঙ্গা হয় তখন তার দর আবার কমে। কারণ তখন বিনিয়োগকারীরা স্বর্ণ ছেড়ে শেয়ারবাজারের দিকে ঝুঁকে পড়েন।
ফলে লকডাউন শিথিল হওয়ায় আমেরিকা ও ইউরোপসহ অন্যান্য দেশে কাজের ক্ষেত্র মে মাসের তুলনায় বেড়েছে। তাই বিনিয়োগকারীরা শেয়ারবাজারের দিকে ঝুঁকছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের শ্রম দফতরের দেয়া তথ্য অনুযায়ী, নতুন চাকরির সুযোগ তৈরি হওয়ায় দেশে বেকারত্ব কমে হয়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।

 

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৫:২২)
  • ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১