নকলায় মারধরের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় বাড়িতে ঢুকে মারধরের মামলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৮ অক্টোবর সকাল ১১টার দিকে টালকী ইউনিয়নের রামেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ইউপি সদস্যের নাম সৈয়দ আলী (২৬)। সে টালকী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের (বড়পাগলা, মজিদবাড়ি, পশ্চিম পোয়াভাগ ও ঝরাকান্দা) সদস্য।
১ নভেম্বর মঙলবার রাতে তাঁকে মজিদবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায় তুচ্ছ বিষয় নিয়ে পার্শ্ববর্তী রামেরকান্দি গ্রামের তোতা মিয়ার (৬০) সাথে সৈয়দের কথাকাটি হয়। একপর্যায়ে সৈয়দ তার সাঙ্গপাঙ্গদের নিয়ে তোতার বাড়িতে হামলা চালায়।
হামলায় তোতা ও তার ছেলে জহিরুল ইসলাম (৩৮) গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা দু’জনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তোতাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ নিয়ে জহিরুলের স্ত্রী জোসনা বেগম (৩৫) ২৪ অক্টোবর শেরপুর সিআর আমলী আদালতে সৈয়দসহ ৭ জনকে আসামী করে মামলা করেন।
পরবর্তীতে  আদালতের নির্দেশে আসামীদের বিরুদ্ধে ৩১ অক্টোবর নকলা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রিয়াদ মাহমুদ জানান গ্রেপ্তার হওয়া সৈয়দ আলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ১০:৪৪)
  • ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
  • ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১