সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। গত ৩১ অক্টোবার ২০২২ তারিখে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভঃরেজিঃনং-১০২৮/৯৮) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এল এম কামরুজ্জামান এবং মহাসচিব জিএম জাহাঙ্গীর কবির রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চাঁদপুর জেলা কমিটি অনুমোদন দেন। গত ২২ অক্টোবর চাঁদপুর রোটারী ক্লাবে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত সম্মেলনে কেন্দ্রীয় কমিটির মহাসচিব জিএম জাহাঙ্গীর কবিরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুমোদিত চাঁদপুর জেলা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি- মো. ফারুক আহম্মেদ (মনিং সান কিন্ডার গার্ডেটন), শেখ হারুনুর রশিদ (নিউনেশন একাডেমী), সহ সভাপতি- মোহাম্মদ আলী মুকুল (ব্রাইট কিন্ডারগার্টেন), একেএম ফজলুল করিম বাসেত (সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন), মো. সাইফুল ইসলাম (এস ইসলাম কিন্ডারগার্টেন), মাহবুব আলম পাটওয়ারী (বাকিলা শিশু মেলা একাডেমী), সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ- সম্পাদক মো. ফয়জুল হক (আশিকাটি ভিলেজ একাডেমী), যুগ্ম সাধারণ সম্পাদক- এম ফরিদুল ইসলাম উকিল (ইউনাইটেড মডেল হাই স্কুল), কোষাধ্যক্ষ- নিয়াজ মোর্শেদ (আইডিয়াল একাডেমী), সাংগঠনিক সম্পাদক- মো. হাবিবুর রহমান (হক ইন্টারন্যাশনাল স্কুল), সহ সাংগঠনিক- সম্পাদক মাসুদ আলম (বাংলাবাজার আদর্শ একাডেমী), শিক্ষা সম্পাদক- মো. আইয়ুব আলী (আইডিয়াল স্কুল), সহ শিক্ষা সম্পাদক- গিয়াস উদ্দিন আজম (শাহতলী আদর্শ একাডেমী), দপ্তর সম্পাদক- দিলিপ সাহা (রিভারসাইড কিন্ডারগার্টেন), সহ দপ্তর সম্পাদক- মো. জুয়েল (বিসমিল্লাহ একাডেমী), প্রচার সম্পাদক- মো. হানিফ (কবি নজরুল একাডেমী), সহ প্রচার সম্পাদক- এনামুল কবির (স্কলার্স একাডেমী), ক্রীড়া সম্পাদক- মো. করিম শাহ (চান্দ্রা আল আমিন মডেল স্কুল), সহ ক্রীড়া সম্পাদক- মো. জহিরুল ইসলাম (বেসিক একাডেমী), সমাজসেবা সম্পাদক- মো. আমিনুল ইসলাম (হরিনা আদর্শ একাডেমী), সহ সমাজসেবা সম্পাদক- রাকিবুল আহসান (সানফ্লাওয়ার কেজি স্কুল), ধর্ম বিষয়ক সম্পাদক- মাওলানা ওসমান গণি (তাহেরা ইসলাম একাডেমী), মহিলা বিষয়ক সম্পাদক- ফারহানা আক্তার (নিউনেশন একাডেমী), নির্বাহী সদস্য- হিসেবে রয়েছেন একেএম ফজলুল হক সেলিম (বাবুরহাট মডেল শিশু একাডেমী), বাবুল চন্দ্র দে (নবদিগন্ত কিন্ডারগার্টেন স্কুল), আলমগীর হোসেন (আবদুর রহমান প্রি ক্যাডেট স্কুল), মো. সাইফুল ইসলাম (ছায়েরা খাতুন একাডেমী), মো. আব্দুল আজিজ (আল ফাতিহা একাডেমী), মো. মনির হোসেন (বালিয়া আদর্শ কেজি স্কুল), মো. সুমন দি রোজ একাডেমী), আব্দুল মান্নান (হলি কেয়ার মডেল স্কুল), নুরে আলম জুয়েল (প্রভাতি কিন্ডারগার্টেন স্কুল), মো. মামুনুর রশিদ (আবু হুরায়রা রা. একাডেমী ও নুরানি মাদরাসা)। উক্ত কমিটি আগামী ৩০ অক্টোবর ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

 

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৫:৩৩)
  • ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১