সুজন পোদ্দার : হাইব্রিড ধানের জগতের নতুন বিস্ময় বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডে এর অ্যারাইজ আইএনএইচ-১৬০১৯(বিপিএইচ+বিএলবি ডাবল সুরক্ষা) বাম্পার ফলন উপলক্ষে কচুয়ার তুলপাই গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় আবুল কালমের বাড়ির অঙ্গীনায় প্রায় শতাধিক কৃষকের উপস্থিতিতে কৃষকদের উন্নত জাতের ধান চাষে উৎসাহ বাড়ানোর জন্য এ মাঠ দিবস অয়োজন করা হয়।
বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডে এর অয়োজনে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডে এর চাঁদপুর জেলার টেরিটরি ম্যানেজার রাকিবুল ইসলাম, উপসহকারী( তুলপাই বøকের) কুলসুমা আক্তার, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডে এর কচুয়ার পরিবেশক সুজন পোদ্দার, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডে এর কচুয়ার এফও বিনয় সরকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রথম বায়ার ক্রপ সায়েন্স লি: বাজারে নিয়ে এলো ডাবল সুরক্ষা রোগমুক্ত সহনশীল জাতের হাইব্রীড ধান। উন্নত জাতের এই হাইব্রীড ধান অ্যারাইজ আইএনএইচ-১৬০১৯(বিপিএইচ+বিএলবি ডাবল সুরক্ষা) কারনে রোগ বালাই কম হওয়ায় ভালো ফলনে সম্ভাবনা রয়েছে। এর অগে একই স্থানে এক বিঘা জমিতে এই উন্নত জাতের ধানের ফসলি জমি পরিদর্শন করেন কর্মকর্তারা।