রাউজান প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা; আগামী ১৩ ডিসেম্বর ভোট

 

রাউজান প্রতিনিধিঃ
রাউজান প্রেসক্লাবের নির্বাচনকালীন আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিতি হয়েছে। গতকাল ২১ নভেম্বর সোমবার বিকালে প্রেসক্লাব কার্যলয়ে আহবায়ক প্রদীপ শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সচিব নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, সদস্য জাহাঙ্গীর নেওয়াজ। সভায় নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী আগামী ১৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকা থেকে ২ ঘটিকা পযর্ন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আহবায়ক প্রদীপ শীল জানান, আগামী ১ ডিসেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। ৪ তারিখ পর্যন্ত এ ফরম বিতরণের সময় সীমা ধার্য করা হয়। আগামী ৫ ও ৬  ডিসেম্বর দুপুর ২ টার মধ্যে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময়। আগামী ৭ ডিসেম্বর ফরম যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। একই দিন মনোনীতদের নাম ঘোষণা করা হবে। আগামী ৮ ডিসেম্বর প্রতিক বরাদ্দ অনুষ্ঠিত হবে। আগামী ১৩ ডিসেম্বর সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। অপর এক সিন্ধান্তে বর্তমান সচিব সহ চারজন নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করায় নতুন আহবায়ক কমিটির সদস্য সচিব নিয়োগ দেওয়া হয় কামরুল ইসলাম বাবুকে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (রাত ২:৪৬)
  • ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১