চরভৈরবী ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত।নৌকা মার্কা বিজয়ী

 

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম এর মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

২৮ নভেম্বর সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ পর্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চরভৈরবী ইউনিয়ন ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

নৌকার প্রার্থী ইউসুফ জুবায়ের শিমুল চোকদার ৪৭৫০ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাবা জেসমিন রশিদ চশমা মার্কা ৪০২৭ ভোট পেয়েছেন, নৌকা মার্কা ইউসুফ জুবায়ের শিমুল চোকদার ৭২৩ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন। ৪ জন চেয়ারম্যান পদপ্রার্থী মধ্যে আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম হাওলাদার ৩৭৯, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আক্তার হাওলাদার ১২৫ ভোট পেয়েছে, ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হারুন রশীদ ভুট্টা মুন্সি ৪১ ভোট পেয়েছেন।

নৌকা বিজয়ে প্রত্যোকটি ওয়ার্ড ও ইউনিয়নে চলছে আনন্দ উল্লাস। ইউসুফ জুবায়ের শিমুল নৌকা মার্কায় জয়লাভ করে প্রথমে আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করেন, পরে হাইমচর উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দকে চরভৈরবী ইউনিয়ন বাসির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউনিয়নে ৯ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করে। চরভৈরবী ইউনিয়ন ৯ টি ওয়ার্ডে ৪৮ ভোট কক্ষে ৭৬০৫ জন পুরুষ ও ৭২৩৫ জন নারী মোট ১৪৮৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

চরভৈরবী ইউনিয়নের ৯ টি ওয়ার্ড ভোট কেন্দ্রে পরিদর্শনে আসে
চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আসিফ মহিউদ্দীন পিপিএম, এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াই হলা চৌধুরী, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন চৌধুরী সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী ভোট কেন্দ্রে নিয়োজিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (সকাল ৬:৩৩)
  • ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১