ঠাকুরগাঁওয়ে পিঠার লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ঠাকুরগাঁও প্রতিদিন : ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবারের আয়োজনে পিঠার লড়াই প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে পৌর শহরের স্প্রিং গার্ডেন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্ট এর পিঠার লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির আয়োজন করেছেন ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবারের পরিচালক,
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঠাকুরগাঁও জেলা সহ আশপাশের জেলার ৩৫ জন নারী উদ্যোক্তা সহ প্রতিভাবান বিভিন্ন নারীরা।
অনলাইন উদ্যোক্তা পরিবারের পরিচালক
সানজিদা শারমিন সেতুর সভাপতিত্বে
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: শামসুজ্জামান, এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সংরক্ষিত এক আসনের সদস্য আফসানা আক্তার, অনলাইন উদ্যোক্তা পরিবারের মডারেটর মমতাজ ফারিহা,
মেসাস গ্যালারির স্বত্বাধিকারী শাহনাজ জামান সোমা, প্রিয়া জুয়েলার্স এর স্বত্বাধিকার উত্তম রায়, লাভলী বিউটি পার্লার এর স্বত্বাধিকারী লাভলী আক্তার, স্প্রিং গার্ডেন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী মঞ্জুরা মুবিন,
ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক সহ অন্যান্যরা।
এ সময়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: শামসুজ্জামান ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবারের প্রশংসা করে বলেন মার্কেটপ্লেস হিসেবে গড়ে উঠেছে এবং বেশকিছু নারী উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্য অনলাইনে বিক্রি করেছে এখানে বেশকিছু নারী উদ্যোক্তাও গড়ে উঠেছে।
পিঠার লড়াই প্রতিযোগিতা যারা আয়োজন করেছে ও অসংখ্য পিঠা নিয়ে যে নারীরা অংশগ্রহণ করেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানান। এরকম আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা গুলো ধরে রাখতে হবে।
তিনি আরো বললেন অনলাইন উদ্যোক্তা পরিবারের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছে বেশ কিছু নারী। এই অনলাইন মার্কেটপ্লেসটিকে আরো উন্নত করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। এর মাধ্যমে নারীরা আর্থ সামাজিক উন্নয়নের এবং নারী ক্ষমতায়নের ভূমিকা রাখবে এমনটি আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠান শেষ পিঠা প্রতিযোগিতায় ৩৫ জন অংশগ্রহণ কারি দের যাচাই বাছাই করে তিনজনকে পুরষ্কৃত করা হয় এদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন জান্নাতুন্নেছা নিরা, দ্বিতীয় হয়েছে দীপা সরকার এবং
তৃতীয় হয়েছে মৃত্তিকা গুহ ঠাকুরতা। পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ৬:৫১)
  • ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০