রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
শতভাগ ভর্তি, ঝরে পড়া রোধ,মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে রাউজান স্টেশন মডলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৫ ডিসেম্বর) সকালে রাউজান স্টেশন মডল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলে রোমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আ.ন.ম ওয়াহিদ দুলাল। সহকারী শিক্ষক অনিল মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ সভাপতি জয়নুল আবেদীন, সদস্য আবুল মনসুর, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছিমা সুলতানা, সমাজসেবক মাওনানা মোহাম্মদ এনাম, সমাজ সেবক মাহমুদ নেওয়াজ চৌধুরী, সিনিয়র শিক্ষক আনোয়ারুল আজিমসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন । মা-সমাবেশে আ.ন.ম ওয়াহিদ দুলাল বলেন, সুশিক্ষিত জাতি গঠনে মায়েদের ভূমিকা অপরিসীম। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে প্রতিটি মায়েদের আরো সচেতন হতে হবে। সন্তানের প্রথম জীবনে শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। একজন মা সন্তানের জীবনে অনন্য ভূমিকা পালন করেন। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। সন্তানদের লেখাপড়ায় মনোযোগী করতে মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান তিনি।