মাইজভাণ্ডার দরবার শরীফে জিয়ারতে আসেন- সৈয়দ হাজী আনিস মিয়া চিশতি (ম.)

 

প্রেস বিজ্ঞপ্তিঃ
খাজা গরীবে নেওয়াজের একনিষ্ঠ খাদেম,’মক্কী মঞ্জিল’ জালরা দরগাহ শরীফের গদনশিন,খাজা বাবা রওজা মোবারকের ‘চিফ কালিদ বারদার’ সাহেবজাদা সৈয়দ হাজী আনিস মিয়া চিশতি (ম.) মাইজভাণ্ডার দরবার শরীফে জিয়ারতে আসেন।গতকাল তিনি মাইজভাণ্ডার দরবারের প্রধান গাউসুল আজম শাহসুফি হযরত মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)’র রওজা, হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক:) প্রকাশ ভাণ্ডারীর রওজা, অছিয়ে গাউছুল আজম হযরত সৈয়দ দেলোয়ার হোসাইন মাইজভান্ডারী (ক.)’র রওজা ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র রওজা মোবারক জিয়ারত করেন।জিয়ারত শেষে তিনি মাইজভান্ডার দরবার শরীফের প্রশংসা করে বলেন” সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী বহুত আচ্ছা আদমি”।এরপর গাউসিয়া হক মঞ্জিলে তাবরুক গ্রহন করে।এসময় উপস্থিত ছিলেন মাওলানা ফোরখানী, হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র রওজার খাদেম মাওলানা হাবিবুল উল্লাহ্, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ ফজলুল কবির, ইদ্রিস মিয়া, মোহাম্মদ জিয়াউর রহমান ফাহিম, নাওশাদ কবির নাদিম, মোহাম্মদ ফিরোজ প্রমুখ।পরে সৈয়দ হাজী আনিস মিয়া চিশতির হাতে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের প্রকাশিত গ্রন্থ বেলায়েত মুতলাকা ও জিয়াউল হক মাইজভাণ্ডারীর জীবনী সহ ত্বরিকতের অন্যান্য পুস্তক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সকাল ১১:০২)
  • ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১