হাইমচরে নির্মাণশিল্পীদের নিয়ে কর্মশালা ও অফিস উদ্বোধন

 

মোঃ হোসেন গাজী।।

হাইমচরে বিল্ডিং নির্মাণের কনস্ট্রাকশন কাজে কেমিক্যাল ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে নির্মাণশিল্পীদের নিয়ে কর্মশালা ও অফিস উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে
হাইমচর উপজেলার আলগী বাজার
সেন্ট্রাল অফিস- রুহুল আমিন পাঠওয়ারী মার্কেটে কর্মশালার ও অফিস উদ্বোধন করার আয়োজন করে এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানী লিলিমটেড। কর্মশালায় হাইমচর উপজেলার ৬ টি ইউনিয়নের নির্মাণকাজের ঠিকাদার এবং নির্মাণশিল্পীরা অংশগ্রহন করেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাজেফ মো. ইকরাম হোসেন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মো. বিল্লাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানীর উপদেষ্টা ও চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর কনস্ট্রাকশন বিভাগের প্রধান প্রকৌশলী মো. খোরশেদ আলম খান। এছাড়াও অংশগ্রনকারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ঠিকাদার মো. দেলোয়ার হোসেন, কালু, আকবর, দুলাল বেপারী।

কর্মশালায় ভবন নির্মাণ কাজে কেন কেমিক্যাল ব্যবহার করা প্রয়োজন এই বিষয়ে স্লাইড প্রদর্শনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেন এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানীর বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের (ম্যানেজার জোন-৫) রাজেশ মহাজন, হাইমচরের অফিস সহকারি
মো. ফেরদাউস গাজী।

খায়রুল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেনারেল ম্যানেজার- প্রকৌশলী মো. মনির হোসাইন। কর্মশালায় আগত প্রধান অতিথিসহ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন কোম্পানীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

কর্মশালার শেষ পর্যায়ে র‌্যাফেল ড্র পরিচালনা করেন এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানীর বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. রাকিব পাটওয়ারী। অংশগ্রহনকারী নির্মাণশিল্পীদের মাঝে রাতের খাবার পরিবেশন ও গিফট বিতরণ করা হয়।

নির্মাণ কাজে কেমিক্যাল ব্যবহারের ক্ষেত্রে গুনগতমান যাচাই এবং এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানী সম্পর্কে ধারণা নেয়ার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।
হাইমচর উপজেলার আলগী বাজার
সেন্ট্রাল অফিস- রুহুল আমিন পাঠওয়ারী মার্কেটে মিলাদ ও দোয়া মাধ্যমে অফিস উদ্বোধন করা হয়েছে।।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সন্ধ্যা ৬:২৬)
  • ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১