ময়না টিভি সংবাদাতাঃ বগুড়া নাটাইপাড়া (বৌবাজার) রেড জোনে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ ও জন সচেতনতা বাড়াতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে বগুড়া জেলা প্রশাসন।
আজ শুক্রবার সকালে বগুড়া শহরের নাটাইপাড়া (বৌবাজার) রেড জোন এলাকায় বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইঞ্জিনিয়ার মারুফ আফজাল রাজন ও সহকারি কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে সদ্য যোগদানকৃত বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক এর নির্দেশে জনগনকে সচেতন করার লক্ষ্যে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।
আজ নাটাইপাড়া (বৌবাজার) কাঁচাবাজারের দোকানদারদের সচেতনতা বৃদ্ধির জন্য ও স্বাস্হ্যবিধি মেনে চলার জন্য তাগিদ দেন। এসময় মুখে মাস্ক না থাকায় এবং মটর সাইকেল আরোহীদের হেলমেট না থাকায় বিভিন্ন অংকের জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা জরিমানা আদায়ের চেয়ে সাধারণ মানুষ যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের সাথে সাথে মাস্ক কিনতে বাধ্য করছি।
মানুষ যেন সামাজিক দূরত্ব ও স্বস্থ্যবিধি মেনে চলে সেটি নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, মানুষ সচেতন না হলে আমরা বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো কঠোর পদক্ষেপ গ্রহন করতে বাধ্য হবো।
আপডেট টাইম : শুক্রবার, জুলাই ৩, ২০২০, ৪২২ বার পঠিত
