আ: হামিদ মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে নবাগত টাঙ্গাইল জেলা প্রশাসকের সহিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহঃস্পতিবার বিকেল চারটায় উপজেলা হলরুমে নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার এর সহিত মধুপুর উপজেলার সরকারী কর্মকর্তা কর্মচারী,বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ,সুধি সমাজ,রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক,ব্যাবসায়ী সহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সহিত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, পৌরমেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির,মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক,সহ বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেদৃবৃন্দ, সরকারী কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, ব্যাবসায়ী গন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। অনুষ্ঠান শেষে মধুপুর উপজেলার বিভিন্ন আশ্রায়ন প্রকল্প ও দুস্হদের মাঝে শীত বস্র বিতরণ করা হয়।