বগুড়ায় ডিবি পুলিশের হাতে ওয়ান শুটার সহ দুজন সন্ত্রাসী গ্রেফতার

ময়না টিভি সংবাদাতাঃ বগুড়ায় ১৫টি মামলার আসামীসহ দুজন সন্ত্রাসীকে অস্ত্র সহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- সদরের মাটিডালী এলাকার মৃত রমজান আলীর ছেলে হযরত আলী(৩৮) এবং শিবগঞ্জ উপজেলার বেলভুজা এলাকার মৃত সাদেক আলীর ছেলে মজিবুর রহমান(৪০)।
গত শনিবার ভোড়রাত সোয়া ৪টার দিকে মাটিডালী এলাকা থেকে ছিনতাই করার সময় গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
ডিবি জানিয়েছে, গ্রেফতার হওয়া হযরত আলী অস্ত্র, ছিনতাই, মাদক, দ্রুত বিচার, ডাকাতিসহ ১৫টি মামলার কুখ্যাত আসামী। অপরদিকে, একই অভিযোগে মজিবুর রহমানের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।
ডিবির ওসি আছলাম আলী জানান, গ্রেফতারকৃতরা মহাসড়কে ছিনতাই ও ডাকাতি করত। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ৭:৩৬)
  • ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১০ই রমজান, ১৪৪৪ হিজরি
  • ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০