হাতীবান্ধায় বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশী নিহত

শাহিনুর ইসলাম,
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে ২ জন বাংলাদেশী নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোর রাতে ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে ৮৮৮ নং সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের পুত্র সাদিকুল রহন সাদিক (২২) ও ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের পুত্র নাজির হোসেন (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনার চেষ্টা করেন গরু ব্যবসায়ীরা। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি করেন। ওই গুলিতে ৩ জন গুলিবিদ্ধ হয়। এতে সাদিকুল ও নাজির হোসেন ঘটনাস্থলে নিহত হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এ নিয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (বিকাল ৫:৪৮)
  • ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১