ফুলবাড়ীতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকভাবে উদযাপন

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে জাঁকজমকপূর্ণভাবে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিকেল সাড়ে ৪টায় ফুলবাড়ী উপজেলা শাখা, পৌরশহর শাখা এবং ফুলবাড়ী সরকারি কলেজ শাখার যৌথ উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে পৌরশহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল।
পরে সন্ধায় দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মিঠুন চৌধুরী।
এতে সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি খাজা মঈন উদ্দিন, জেলা পরিষদের সদস্য সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অমিতাভ সরকার, সদস্য সৈয়দ মেহেদি হাসান রুবেল, ফুলবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাসেল মাহমুদ, সহ সভাপতি নাসিম মাহমুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৌসুফ পারভেজ শুভ, পৌর শাখা ছাত্রলীগের আহবায়ক প্লাবন শুভ, যুগ্ম আহবায়ক নাঈম হাসান, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, যুগ্ম আহবায়ক বিশাল প্রসাদ প্রমুখ।
এতে উপজেলা আওয়ামী লীগসহ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।পরে সেখানে কেক কেটে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইলঃ ০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ৪:১০)
  • ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১