রাউজান প্রতিনিধি:
অত্যাধুনিক সুবিধা সম্বলিত উত্তর চট্টগ্রামের দৃষ্টিনন্দন নাদিয়া কনভেনশন হলে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে ১ভরি ওজনের স্বর্ণের চেইন উপহার পেলেন নব-দম্পতি কাতার প্রবাসী মো. হেলাল উদ্দিন-নাজমা আকতার মিশু । রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নের গাবগুলাতল এলাকায় নব-নির্মিত এফএস টাওয়ারে নাদিয়া কনভেনশন হলে প্রথম বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় কমিউনিটি হলের সত্ত্বাধিকারী রেমিট্যান্স যোদ্ধা আলহাজ্ব ফরিদুল আলমের পক্ষ থেকে নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন এম সরোয়ার্দী সিকদার এ উপহার তুলে দেন। অতিথি ছিলেন রাউজান পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন শাহাদাত মঞ্জুর হোসেন, আবু শাহাদাত নবী, মেম্বার নুরুল আমীন মুন্সী, অলা উদ্দিন আলম, আবদুল্লাহ আল হারুনসহ আরও অনেকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাম হবে শহর ভিশনকে প্রাধান্য দিয়ে রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নের গাবগুলাতল এলাকায় এফএস টাওয়ারে উত্তর চট্টগ্রামে দৃষ্টিনন্দন এই কনভেনশন হল প্রতিষ্ঠা করা হয়৷ গত ১৫ ডিসেম্বর নাদিয়া কনভেনশন হলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জননন্দিত নেতা এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। নাদিয়া কনভেনশন হলে ধারাবাহিকভাবে ১০টি বিয়ের অনুষ্ঠানের আয়োজকদের বিশেষ উপহার প্রদান করা হবে। উত্তর চট্টগ্রামের দৃষ্টিনন্দন নাদিয়া কনভেনশন হলে বিয়ে, মেহেদী অনুষ্ঠানে,মেজবান, সেমিনারসহ যেকোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে। মেহমান আপ্যায়নের বিশাল স্পেস, অতিথি বসার জন্য উন্নতমানের আসবাবপত্র। বর-কনের জন্য আলাদা স্টেজ, অত্যাধুনিক দৃষ্টিনন্দন সাজসজ্জাসহ সুবিশাল গাড়ি পার্কিং সুবিধা সম্বলিত নাদিয়া কনভেনশন হলে বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে। এছাড়া গরীব – অসহায় মেয়ে পরিবারের জন্য বিশেষ সুবিধা থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা৷