সংবাদ বিজ্ঞপ্তি :
বস্তুনিষ্ট সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিজয়ের সম্মাননা পেলেন দৈনিক বাংলাদেশ সমাচার ও দি বাংলাদেশ ডায়েরি পত্রিকার কক্সবাজার জেলার স্টাফ রিপোর্টার ও রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের কক্সবাজার জেলার সভাপতি সাংবাদিক আব্দুর রাজ্জাক।
শনিবার (৭ জানুয়ারী) ঢাকার সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন ( আরজেএফ) এর উদ্যোগে মহান মুক্তিযুদ্ধ- বিজয় ও নতুন প্রজন্ম শীর্ষক আলোচনা সভা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম সাংবাদিক আব্দুর রাজ্জাকের হাতে এই সম্মাননা তুলে দেন।
আরজেএফ’র ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ আল-আমিন শাওনের সঞ্চালনায় ও
আরজেএফ’র চেয়ারম্যান এস,এম জহিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি ঐক্য জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা,এস এ টিভির হেড অব দা নিউজ মাহমুদ আল ফয়সাল, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল,বাংলাদেশ বিনোদন সাংবাদিক ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া,জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব এডভোকেট শাহিদা রহমান (রিংকু), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বদরুজ্জামান সবুজ,বাংলাদেশ দলিল লেখক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক বি,এম মকবুল হোসেন, বাংলাদেশ সংবাদ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল মারুফ, কক্সবাজার জেলার আরজেএফ’র সাধারণ সম্পাদক মোঃ রমজান,দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি এম আয়াচ রবিসহ বিশিষ্ট ব্যক্তিরা।