মোশারফ হোসেন ফারুক মৃধাঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে উৎসব মুখোর
পরিবেশে দিনব্যাপী ‘শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশ’র নির্দেশনায় ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার (২৫ জানুয়ারী) ফরিদগঞ্জ এ,আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা’র সভাপ্রধানে ও ফরিদগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলামরোমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোহাম্মদ আলী জিন্নাহ,
ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল,প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, রামদাসের বাগ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা মিলিয়ে প্রায় দেড় শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা অংশ গ্রহণ করেছে বলে নিশ্চিত করেছে উপজেলা ক্রীড়া সংস্থা। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে ক্রেষ্ট ও সনদ তুলেদেন অতিথিবৃন্দ।