হযরত খাজা গরীবে নেওয়াজ মঈনুদ্দীন চিশতী (রহঃ) বার্ষিক উরশ উপলক্ষে রঘনাথপুরে হযরত শাহ সুফি সাধক লোকমান আলী ফকিরের মাজার শরীফে ওয়াজ মাহফিল  

স্টাফ রিপাটার- প্রতি বছরের ন্যায় এবারও অলিকুল সম্রাট হযরত খাজা গরীবে নেওয়াজ মঈনুদ্দীন চিশতী (রহঃ) বার্ষিক উরশ উপলক্ষে চাঁদপুর শহরের ৫ নং ওয়ার্ড রঘনাথপুর হযরত শাহ সুফি সাধক লোকমান আলী ফকিরের মাজার শরীফে ওয়াজ মাহফিল মিলাদও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ জানুয়ারি বাদ আছর থেকে কোরান তেলয়াতের মাধ্যেমে শুরু করে বাদ এশার পর  ওয়াজ মহফিল মিলাদও দোয়া অনুষ্ঠিত হয়। জানাযায়
পাক ভারত উপমহাদেশের ইসলাম প্রচারে যার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে তিনি হলেন সুলতানুল হিন্দ আতায়ে রাসুল গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (রহমাতুল্লাহি আলাইহি
১১৩৮ ইংরেজি- হিজরী ৫৩৭ তে মধ্য এশিয়ায় খোরাসানের অন্তর্গত সিস্তান রাজ্যের সানজার নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ খাজা গিয়াস উদ্দীন, মাতার নাম সৈয়দা উম্মুল ওয়ারা মাহেনুর। পিতার দিকে তিনি শেরে খোদা হযরত আলী (রাদিয়াল্লাহু আনহু) এর চতুর্দশতম এবং মাতার দিকে তিনি খাতুনে জান্নাত হযরত মা ফাতেমা জোহরা (রাদিয়াল্লাহু আনহা) এর দ্বাদশতম বংশধর। মাতৃকুল হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ও পিতৃকুল হযরত হোসাইন (রাদিয়াল্লাহু আনহু) পর্যন্ত যাওয়ায় তিনি বংশে হাসানী-হোসাইনী আওলাদে রাসুলের অন্তর্ভূক্ত হওয়ার অশেষ সৌভাগ্যের অধিকারী। তদুপরি তিনি উভয়দিকে অলিকুল সম্রাট গাউছুল আজম হযরত বড়পীর (রহমাতুল্লাহি আলাইহি) এর বংশধর।বস্তুত এসব কারণেই তিনি আল্লাহ প্রদত্ত অলৌকিক শক্তি বলে কামালিয়াতের উচ্চতম শিখরে আরোহণ করেছিলেন। পরে স্বপরিবারে খোরাসান শহরে (বর্তমান আফগানিস্তান) হিজরত করেন। মাত্র ১৫ বৎসর বয়সে বাবা–মা উভয়কেই হারান।  অলিকুল সম্রাট হযরত খাজা গরীবে নেওয়াজ মঈনুদ্দীন চিশতী (রহঃ) কে  স্বরন করে বার্ষিক উরশ পালন করে থাকেন রঘনাথপুর হযরত শাহ সুফি সাধক লোকমান আলী ফকিরের মাজারে। উক্ত ওয়াজ মাহফিল মিলাদও দোয়া অনুষ্ঠিনে প্রধান মেহমান হিসাবে বক্তব্যে রাখেন
আওলাদে রাসুল ( দ.) গাউসুল আজম  হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ অলিউল্লাহ রাজাপুরী মাইজভান্ডারী রাজাপুরী হুজুরের  পীরজাদা শাহ সৈয়দ এনায়েত উল্লাহ শিপন রাজাপুরী লাকসাম এ সময়  বলেন  বিশ্ব অলি কুলের সম্রাট  খাজা মইনুদ্দিন চিশতিয়া (রা.) ও হযরত লোকমান আলী ফকিরকে  স্মরণ করে   ওরশ শরীফ  আয়োজন করেছে  গাউসুল আজম আমার রাজা পরী হুজুরের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই  এবং তিনি বলেন গাউসুল আজম মাইজভান্ডারী তরিকতে  ডোল দমা বাদ্য বাজনা  বাজানো জায়েজ  রয়েছে যাহা কোরানে উল্লেখ্য করেছে রাসূল পাক সাঃ ভারতবর্ষে
খাজা গরীবে নেওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতী  এর হাত ধরে কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে। তাহার অনুসারীরা আজও সেখানে বাজনা বাজিয়ে
জিকিরের মাধ্যমে ওরশ পালন করে থাকেন সেখানে কোন বাধা নেই আমরা ঢোল বাজাইলে এক দরনের লোকরা বাধা সৃষ্টি করে। কেন এই বাধা । আসুন আমরা এক হয়ে মহান আল্লাহ রাসুলকে  জিকিরের মাধ্যমে সবসময় স্মরণ করি। উক্ত অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন  গাছতলা দরবার শরীফের পীরজাদা মওলানা  খাজা  জোবায়ের আহমেদ, বিশেষ মেহমান হিসাবে  ওয়াজ করেন বাংলাদেশ তরীকত  ফেডারেশন  চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক  মাওলানা মিজানুর রহমান চিশতি চাঁদপুরী ও মাওলানা মনসুর আহমেদ, বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন রাজাপুরী  হুজুরের ভক্ত  চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রদান  প্রফেসার আজিমুদ্দিন, এ সময় উপস্থিত ছিলেন মঈনিয়া খলিফা আব্দুল হালিম মুন্সী  ও খলিফা মোহাম্মদ মনির খান, মইনিয়া ভক্ত ও দৈনিক চাঁদপুর সময় এর প্রকাশক মোঃ এরশাদ খান, মমতাজ উদ্দিন, বিশ্ব জাকের পার্টি ফ্রন্ট সভাপতি মোঃ দেলোয়ার হোসেন  মোহাম্মদ তাজুল ইসলাম সামা পরিচালনা করেন মোঃ আরমান বাঙ্গালী,  অনুষ্ঠান আয়োজন ও দায়িত্ব ছিলেন মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, ও কমিটির সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন মিয়াজি, ঢাকার মামা মোঃ দেলোয়ার হোসেন, মোহাম্মদ বিল্লাল, মোহাম্মদ শাহাদাত হোসেন মজুমদার মোঃ হোসেন,। এ সময় আরো উপস্থিত ছিলেন  মঈনিয়া ভক্ত  বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসেম,মঈনিয়া ভক্ত মোঃ বোরহান উদ্দিন, কুমিল্লার তাজু শাহ এর ভক্ত মোহাম্মদ মাসুদ হাওলাদার,  লোকমান শাহ এর ভক্ত মোঃ শাহাজান ও  হানিফ বোয়াল, মোহাম্মদ শামীমসহ ভক্ত বৃন্দ। পরে মিলাদ মাহফিল শেষে তাবারক বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (দুপুর ১:১৪)
  • ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৯ই রমজান, ১৪৪৫ হিজরি
  • ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১