রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার বিভিন্ন এলাকায় চলছে পুকুর জলাশয় ভরাটের মহোৎসব।গতকাল বুধবার সরজমিনে দেখা গেছে রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্রপাড়া এলাকায় অর্ধশত বছরের পুরাতন একটি পুকুর ভরাট করা হচ্ছে। বাহির থেকে ড্রাম ট্রাক ভর্তি করে মাটি এনে এই পুকুর ভরাট করছে। ছত্রপাড়া এলাকার বাসিন্দা পারভেজ ও লোকমান পুকুরের মালিক মহিউদ্দিন থেকে ছয়লাখ টাকায় চুক্তিতে অন্য এলাকার কৃষি জমি থেকে মাটি খনন করে ড্রাম ট্রাক ভর্তি করে মাটি এনে পুরাতন পুকুর ভরাট করছে প্রকাশ্য দিবালোকে। ছত্র পাড়া এলাকার বাসিন্দা পারভেজ ও লোকমান ছত্রপাড়া এলাকার আল্লামা অলিউল্লাহ শাহ মাজারের পুর্ব পাশে ৩লাখ টাকা নিয়ে আরো একটি পুরাতন পুকুর মাটি দিয়ে ভরাট করে। রাউজানে একের পর এক পুকুর জলাশয় ভরাট করা হলেও সংশ্লিষ্ট কতৃপক্ষ নিরবতা পালন করে আসছে।রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের দারগো বাড়ীর উত্তর পাশে দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়কের পাশে পুরাতন একটি পুকুর ভরাট করে নির্মান করা হয়েছে আবাসিক কলোনী। রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের পাইপের গোড়ার বিপরিতে এম জে স্কায়ার কামনিউটি সেন্টারের পশ্চিম পাশে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে বিশাল একটি পুরাতন পুকুরের অধেকাংশ ভরাট করে নির্মান করা হয়েছে বাণ্যিজিক ভবন। রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্রপাড়ায় পুকুর ভরাট করা পুকুরের মালিক মহিউদ্দিনকে ফোন করে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি অনুমতি নিয়ে পুকুর ভরাট করছি । কার কাছ থেকে অনুমতি নিয়ে তা জানতে চাইলে মহিউদ্দিন এ বিষয়ে কোন কথা না বলে ফোন কেটে দেয়। ছত্র পাড়া এলাকায় পুকুর ভরাট করা প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, পুকুর ভরাট বিষয়টি তদন্ত করে পুকুর ভরাট করার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।