রাউজানে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, বাই সাইকেল প্রদান

 

রাউজান ( চট্টগ্রাম) প্রতিনিধি:

বাংলাদেশ সরকারের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় রাউজানে
কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় রাউজান উপজেলা পরিষদ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নেওয়াজ মোর্শেদের সঞ্চলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুর ইসলাম, উপজেলা আওয়ামিলীগের সিনিয়ি সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,কৃষি অফিসার ইমরান হোসেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় উচ্চশিক্ষায় অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক ও বাই সাইকেল তুলে দেন প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৩:৫৯)
  • ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২রা রমজান, ১৪৪৪ হিজরি
  • ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১