রাউজানে সারি সারি আম গাছে সুভাস ছড়াচ্ছে মুকুলের ঘ্রাণ

 

শাহাদাত হোসেন সাজ্জাদ রাউজান ( চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাড়ি আঙ্গিনায়, সড়কের পাশে ও ব্যক্তি মালিকানাধীন আম বাগানের সারি সারি গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল। আর সেই মুকুলে ছেয়ে আছে গাছের ডালপালা।বাতাসে মিশে মৌ মৌ সুভাস ছড়াচ্ছে মুকুলের ঘ্রাণ। এই যে ঘ্রাণ মানুষের মনকে বিমোহিত করে।সরেজমিনে দেখা গেছে রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রত্যকটি গ্রামের আম গাছে গাছে মুকুল আর মুকুল।রাউজানের বিভিন্ন সড়ক দুই পাশে রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী রোপন করা বিভিন্ন প্রজাতির কয়েক হাজার সারি সারি আম গাছেও মুকুল এসেছে।এখন গ্রামীণ জনপদে আম বৃক্ষগুলো দেখলে সবার দৃষ্টি গাছের উপরে চলে যায়।দৃষ্টিনন্দন মুকুলের উচ্ছাসে ডালপালা- এমনকি পাতা পর্যন্ত দেখা যাচ্ছে না। এছাড়াও ব্যক্তি মালিকানাধীন আম বাগান গুলোতে ভরে মুকুলে।আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় বাগান মালিকরা।রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন জানান,রাউজানে ৫শত ৫০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে।১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে ছোট বড় প্রায় ৬১টি অধিক ব্যক্তি মালিকানাধীন আম বাগান রয়েছে।এখন সব বাগানে এসেছে মুকুল। মুকুল আসার পূর্ব থেকে আমগাছ মালিকরা তাদের আম গাছের যত্ম নেয়ার জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে।তবে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর রাউজানে আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ৮:৩৪)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১