একুশ আমার গর্ব আমার প্রেরণা
শ্বানিত করে একুশ
আমার চেতনা
কৃষ্ণচূড়ার ফুলে ফুলে
একুশ সাজানো
রফিক বরকত আর
সালামের রক্তে রাঙানো
একুশ আমার রক্ত রঙের
প্রথম আলপনা
একুশে ঘিরে আমাদের
চেতনার প্রথম সূর্যোদয়
মুক্তির পথে উবেগেছে সব
বাধা বন্ধন ভয়
একুশ এনেছে শোষকের
মৃত্যুর পরোয়ানার
রক্তে রাঙানো