যে ভাষার জন্য রক্ত ঝরে
ঝরে ভাইয়ের প্রাণ
যে ভাষাতে নিত্য শুনি
মায়ের মুখে গান
সে আমার মাতৃভাষা বাংলা ভাষা রে
যে ভাষাতে মায়ের শাসন
আদর সোহাগ ভরা
যে ভাষার কণ্ঠ চেপে ধরে ছিল ওরা
রাখতে মায়ের মান
রক্ত হোলি ছুটল সর্বনাশা
সে আমার মাতৃভাষা বাংলা ভাষা রে
যে ভাষাতে ভালোবাসি
করি প্রতিবাদ
ফেব্রুয়ারির একুশ এলে
ধরি হাতে হাত
প্রভাত ফেরীর গান
চেতনায় আনে নুতন আশা
সে আমার মাতৃভাষা বাংলা ভাষা রে
আপডেট টাইম : শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩, ২১৮ বার পঠিত