শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যান এসোসিয়েশন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আক্তারুজ্জামান স্বপন, সভাপতি ও আলী আকবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার সকালে উপজেলার অডিটরিয়াম হলে ডাউয়াবাড়ি ইউপির ৬ নং ওযার্ড সদস্য ও ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যান এসোসিয়েশন,হাতীবান্ধা শাখার সভাপতি আক্তারুজ্জামান স্বপন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। উদ্বোধক হিসেবে ছিলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যান এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যকারি পরিষদের সভাপতি আনোয়ার হোসেন।
প্রধান অতিথি মেম্বারদের উদ্দেশ্য বলেন, কোন অবস্থায় অন্যায় বিচার করবেননা,মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না। কোন অন্যায় কাজ করবেননা। আপনারা নির্বাচনি পোস্টারে লিখেছেন জনসেবা করার সুযোগ দিন, আল্লাহ আপনাদেরকে সুযোগ দিয়েছে সঠিকভাবে কাজ করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও হাতীবান্ধা উপজেলা আ.লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সিংগিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ও টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান সেলিম হোসেনসহ প্রমূখ।
পরিশেষে প্রধান অতিথি নবনির্বাচিত কমিটির সভাপতি সম্পাদকের নাম ঘোষণা করেন এবং আগামী এক মাসের মধ্যে পুনাঙ্গ কমিটি করার পরামর্শ দেন।