রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে ৪১দিন জামাতে নামাজ আদায় করায় ১২ শিশু-কিশোরকে বাই-সাইকেল প্রদান করেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। ১৭ ফেব্রুয়ারী শুক্রবার জুমার নামাজের পর বাই-সাইকেল প্রদান করা হয়। জানা যায়, শিশু-কিশোর স্কুল শিক্ষার্থীদের জামাতে নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বিশেষ উপহার দেয়ার ঘোষণা দেন। যারা ৪১দিন মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করবে তাদের তিনি একটি করে বাই-সাইকেল প্রদান করবেন। মেয়রের এই ঘোষণায় রাউজান পৌর এলাকার অনেক শিক্ষার্থী মসজিদের সময় মত জামাতে যাচ্ছে নামাজ আদায় করতে। ইতিমধ্যে ১২ শিক্ষার্থী রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বায়তুল সুলতান জামে মসজিদে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করে মেয়রের কাছ থেকে বাই-সাইকেল উপহার পেয়েছেন। একই সাথে তারা নগদ অর্থও পেয়েছে লেখাপড়ার উপকরণ কিনতে। এই অনুষ্ঠানে মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন রাউজানের সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরী চান রাউজানের প্রতিজন ছেলে মেয়েকে সৎ চরিত্রবান করে গড়ে তুলতে। এম.পি মহোদয়ের নির্দেশনায় তিনি এই কর্মসূচি হাতে নিয়েছেন। সাইকেল বিতরণ কালে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, বায়তুল সুলতান জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি মো. নুরুল আলম,যুবলীগ নেতা আবু ছালেক, সাবের হোসেন, নাছির উদ্দিন প্রমূখ।
আপডেট টাইম : রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ১০২ বার পঠিত
