নাঈম মিয়াজী:
মতলব উত্তর থানা পুলিশ গাঁজাসহ মাদক ব্যবসায়ী মুক্তার হোসেন (৪৭) কে গ্রেপ্তার করেছে। শনিবার ১৮ ফেব্রুয়ারি রাতে ফরাজীকান্দি ইউপিস্থ হাজীপুর গ্রামের আল আমিন এর বাড়ীর সামনে বেড়িবাঁধের পাকা রাস্তার উপর হইতে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিনের নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেনের তদারকীতে মতলব উত্তর থানা এসআই মিজানুর রহমান-১, সঙ্গীয় এএসআই মো. সেলিম মিয়া ও ফোর্সদের সহযোগিতায় মতলব উত্তর থানাধীন ফরাজীকান্দি ইউনিয়নের হাজীপুর গ্রামের আল-আমিন এর বাড়ীর সামনে বেড়িবাঁধের পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মো. মুক্তার হোসেনকে ১ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃৃত আসামীর বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করে অভিযান পরিচালনা করছি। মাদকের সাথে সম্পক্তি কেউ ছাড় পাবে না।