ফকিরহাটে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত

 

মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি:

ফকিরহা্ট উপজেলার মূলঘরের কাকডাঙ্গা এলাকায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মটরসাইকেল আরোহী শাকিব সরদার (২৩) ও সাদিক সরদার (২৫) নামের দুই ব্যবসায়ি ঘটনাস্থলে নিহত হয়েছেন।
পুলিশ জানায়, বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শাকিব সরদার ও সাদিক সরদার
কাকডাঙ্গা নিজ বাড়ি থেকে রূপসার কাজদিয়া এলাকায় একটি বিয়ে অনুষ্ঠানে যাওয়ার
উদ্দেশ্যে রওনা দেন। এর কিছু সময় পর তাদের দুজনকে খুলনা-ঢাকা মহাসড়কের কাকডাঙ্গা এলাকায়
মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর
পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। তবে তাদের কোন পরিবহন ধাক্কা দিয়ে পালিয়ে গেছে তা জানাতে পারেনি পুলিশ। নিহত শাকিব সরদার কাকডাঙ্গা গ্রামের সরদার মোজাহার আলীর ছেলে ও সাদিক সরদার একই গ্রামের মহর আলী সরদারের ছেলে। শাকিব সরদার চিংড়ি মাছ ও সাদিক সরদার মিনারেল পানির ব্যবসা করেন বলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট হিটলার গোলদার জানান। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত
করেছেন। তিনি বলেন মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর
করা হবে। ঘাতক অজ্ঞাত পরিবহনকে শনাক্ত করার চেষ্টা চলছে। ####

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ৩:১৫)
  • ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১