সোহাগ মিয়া:
‘শুদ্ধ বানান লিখি, শুদ্ধ উচ্চরণে কথা বলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডাঃ মহিউদ্দিন হাই স্কুল এ্যান্ড কলেজে মহান শহিদ দিবস ও ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২০ ফেব্রুয়ারি প্রথম প্রহরে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে ডাঃ মহিউদ্দিন হাই স্কুল এ্যান্ড কলেজ মাঠে নির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করা হয়।
২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়।
সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দীন তালুকদার ভবনে ছাত্র ছাত্রীদের উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও শিক্ষকবৃন্দরা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করেন।
পুষ্পাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ বাহা উদ্দিন চৌধুরী। বাংলাদেশ আওয়ামিলীগ বাঘাসুরা ইউনিয়ন শাখার সভাপতি জনাব সাইফ উদ্দিন তালুকদার শামীম। বিদ্যালয়ের সহকারি শিক্ষক অন্নপূর্ণা গুপ্তা, মোছাঃ মনোয়ারা খাতুন, মোঃ ফয়েজ উদ্দিন আহমেদ, মোছাঃ নাজনীন বেগম, মো: রফিকুল ইসলাম, মোঃ বাবুল হোসেন, মোঃ ইয়ানুছ আলী শাহ, তাহমিনা ইয়াসমিন, মোঃ ইকবাল হোসেন, রোজিনা আক্তার, জলি শীল, শিরিন আক্তার, ফয়েজ উদ্দিন, অবণী মোহন বিশ্বাস সহ প্রমূখ।