অন্তর আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসূচির অংশ হিসেবে সদস্য নবায়ন ফরম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় নওগাঁ শহরের সরিষা হাঁটি মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় হলরুমে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বরদা ভূষণ রায় লিটন।অনুষ্ঠানের সঞ্চালনা করেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ লাল। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলার ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, এ্যাড. ওমর ফারুক সুমন, সাধারণ সম্পাদক নাসিম হোসেন প্রমুখ।
এসময় জেলার ১৩ টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।