মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের ফুলবাড়ীতে চকমথুরা (সিএম নিকেতন) উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেছেন সাবেক মন্ত্রী বীরমুক্তি যোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪টায় উপজেলার বেতদিঘী ইউনিয়নে চকমথুরা (সিএম নিকেতন)উচ্চ বিদ্যালয় মাঠে সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় চত্বরে আয়োজিত সুধি সমাবেশে সিএম নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান কনক এর সভাপতিত্বে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যন মঞ্জু রায় চৌধুরী, বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মোঃ আব্দুল কুদ্দুস। সুধি সমাবেশে স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ ও বিদ্যালয়ের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে চকমথুরা (সিএম নিকেতন) উচ্চ বিদ্যালয়ের এই চারতলা ভবন নির্মান করা হয়।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইলঃ ০১৭৭০০৭০১১১