রাউজান প্রতিনিধি:
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গেয়ে খালি পায়ে ফুল হাতে, বিনম্র শ্রদ্ধা ও ভালবাসার মধ্যদিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পশ্চিম সুলতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা।
পশ্চিম সুলতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।পরে স্কুলের হলে আলোচনা সভা, রচনা, সাধারণ জ্ঞান,কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পশ্চিম সুলতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মোরশেদ আলমের সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সদস্য ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,প্রধান শিক্ষক মিল্টন কুমার ঘোষ, জাহানারা বেগম,রোজিনা আকতার, ফাহামিদা ইয়াসমিন, বিবি খুদেজা, পম্পি বড়ুয়া, সেলিনা আক্তার চৌধুরীসহ শিক্ষার্থীরা।অনুষ্ঠানে শরষে রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।